বর্ণখেলা

d96ju
Nov 17, 2023

আমি ঘন বরসা
আমি ব্যাঙের ঠ্যাং,
আমি পঙ্খিরাজের পঞ্চমুখের বেগ্র শিকার

আমি তরুচ্ছায়ায় শয্যাগত কাদার ওপর শত জুতার অংক,
আমি পশুর অশ্রু
আমি শিশুর দত্তমূলের পোকা,
আমি আকা বাকা, পিপীলিকার চিরন্তন মেঠোপথ,

আমি ভর দুপুরে, রবির ডাকে ঘামে জর্জরিত মূর্তির মিছিল
আমি ফার্ণিচারের তলায় পরা ধুলোর আস্তরণ
আমি মাছ বাজারে মাছির ভনভনানির এঁটোগন্ধ
আমি মকর জালে আটকে পড়া কিট ক্রন্দন
অঙ্গোহীন, তরঙ্গ বিহীন
বেতার ঝামেলার
নিরব অঙ্গণে,
একলা পরা
ছড়ানো ছিটানো
এলো মেলো
পাতার কবরে

May 2023

--

--

d96ju
d96ju

Written by d96ju

Proto-writer. Pieces, snippets and everything in between.

No responses yet